পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী প্রাচীনতম ভৈরবী মন্দির গোটা বঙ্গে সুপরিচিত। প্রতিবছর শ্রাবণী পূর্ণিমায় বাৎসরিক পূজা ও মেলা হয়। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য থেকে প্রচুর ভক্তের ঢল নামে বিন্দলে। এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো।
জেলার রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ করণদিঘি ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় লোক পূজা দিতে আসে। বিন দলের ভৈরবী মন্দির জাগ্রত মন্দির নামে সুপরিচিত।
পূজা উপলক্ষে মেলা বসে। প্রচুর দোকান ও দর্শকের সমাগম হয়। ফার্স্ট ফুড থেকে শুরু করে মিষ্টি সব পাওয়া যায়।
মেলা কমিটির বিদ্যুৎ মিত্র বলেন বহু প্রাচীনতম জাগ্রত ভৈরবী মন্দির আমরা প্রতিবছর শ্রাবণী পূর্ণিমায় পূজা করে আসছি। এদিন মেলায় ১৫ থেকে কুড়ি হাজার লোক সংখ্যা হবে।
আরও পড়ুনঃ প্রতাপপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটিপুজো ঘিরে উদ্দীপনা
বিহারের শোলপাড়া থেকে। মোস্তাক আহমেদ বলেন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ভৈরবী মায়ের দর্শন করতে পারেন শুনেছি এ মন্দির নাকি জাগ্রত তাই চেষ্টা করি প্রতি বছর আসার খুব ভালো লাগে।
পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট। পূজা পাঠের শেষে ভক্তদের জন্য খিচুড়ি খাওয়ার সুব্যবস্থা ছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584