নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের ঐতিহাসিক বক্সা ফোর্টের সংস্কার কাজ হবে। রাজ্য হেরিটেজ কমিশনের সুপারিশে এই কাজ করছে রাজ্য সরকার।
শুধু তাই নয় বক্সা পাহাড়ের পাহাড়ি গ্রামগুলোতেও নানান উন্নয়ন কাজ করা হবে। এর জন্য মোট খরচ হবে পাচ কোটি টাকা।
সোমবার আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা এই খবর জানিয়েছেন। উল্লেখ্য রবিবার ছুটির দিনে বক্সা পাহাড়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা।
বক্সা পাহাড়ের বিভিন্ন পাহাড়ি গ্রাম ঘুরে দেখেন তিনি। সোমবার রাতেই সেখান থেকে ফিরে আসেন তিনি। পরের দিন সোমবার বক্সা পাহাড়ের অস্থায়ী হ্যালিপ্যাড, ফুটবল খেলার মাঠ, রাস্তা ও বক্সা ফোর্টের উন্নয়নের কথা সাংবাদিকদের জানান তিনি।
জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “ বক্সা পাহাড়ে আমরা বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প নিচ্ছি। বক্সা পাহাড়ে ফুটবল খেলার মাঠ, ঐতিহাসিক বক্সা ফোর্ট, সান্তালাবাড়ি থেকে বক্সা পাহাড়ে যাওয়ার আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার সহ বিভিন্ন কাজ করা হবে। এই কাজে খরচ হবে পাচ কোটি টাকা। তবে এক্ষেত্রে প্রয়োজন হলে আরও অর্থ বরাদ্দ করা হতে পারে।”
আরও পড়ুনঃ আমলাশোলে সরকারি উদ্যোগে শবরদের বাড়ি সংস্কার
উল্লেখ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০০ ফুট উচ্চতায় অবস্থিত ঐতিহাসিক বক্সা ফোর্ট। এই ফোর্টে বন্দি ছিলেন অনেক স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত সেই বক্সা ফোর্টে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে।
ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এই বক্সা পাহাড়ের বিভিন্ন ঢালে ১৩ টি গ্রাম রয়েছে। স্বাধীনতার ৭২ বছরেও এখানে উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি।
আর সেই কারনে বক্সা পাহাড়ের ১৩ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে নানান ক্ষোভ তৈরি হয়েছিল। এই অবস্থায় বক্সা পাহাড়ের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে বক্সা পাহাড়ে খুশির হাওয়া ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584