শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
১৬ আগষ্ট বিশ্ব সংস্কৃত দিবস। বিশ্বের প্রাচীনতম ভাষা সংস্কৃতকে সকলের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহন করলো বালুরঘাট কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে পালিত হল বিশ্ব সংস্কৃত দিবস।
এই উপলক্ষ্যে বালুরঘাট কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করল বালুরঘাট কলেজের সংগ্রহ বিভাগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, অধ্যাপক রিপন সরকার,কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান কানিকা নন্দী, সহ বিশিষ্ট জনেরা।
এই বালুরঘাট কলেজের সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রীরা সম্পুর্ন সংস্কৃত ভাষায় নৃত্য, গীত,কবিতা, ভাষন প্রভৃতির উপস্থাপনা করে। বালুরঘাট কলেজের সংস্কৃত বিভাগের ঈশানী চৌধুরী, রুপালী দত্ত, অম্বিকা নন্দী, অমৃতা ঘোষ সহ সকল অধ্যাপক অধ্যাপিকারা সমগ্র অনুষ্ঠান টি পরিচলনা করতে ছাত্রছাত্রীদের সাহয্য করেন।
আরও পড়ুনঃ ইদ উপলক্ষে সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান জীবন্তিতে
কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক দেবাশিষ নট্ট সমগ্র অনুষ্ঠানটি সম্পূর্ণ সংস্কৃত ভাষায় সঞ্চালনা করেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা সংস্কৃত ভাষাকে জনপ্রিয় করে তুলতে বালুরঘাট কলেজের সংস্কৃত বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের শিক্ষা অনুরাগীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584