সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দশ দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন দিল কুল্পি মন্ডল বিজেপি নেতৃত্ব। কুল্পি ব্লকের বিজেপি ২৭/২৮/২৯ থেকে প্রায় পাঁচশত বেশি সর্মথক এই গন ডেপুটেশনে অংশ নেন। কুল্পি পঞ্চায়েত সমিতির সামনে ডেপুটেশন কর্মসূচী করা হয় ।
দক্ষিন ২৪ পরগনা জেলায় ২৯ টি ব্লক বিজেপি মন্ডল নেতৃত্বের তরফে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়।দক্ষিন সুন্দরবনের কুল্পি ব্লক।১৫ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই ব্লকে।২০০৯ সালে কুল্পি পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করে ।বিরোধী সিপিএম ঘাসফুলের সঙ্গে টক্কর নিলেও নবম পঞ্চায়েত নির্বাচনে ঘাস ফুলের সঙ্গের টক্কর হয় পদ্মফুলের।তার পর থেকে একের পর এক সিপিএম তৃণমূল নির্দল ছেড়ে যোগদেন বিজেপিতে।
আরও পড়ুনঃ পথ দূর্ঘটনায় ডেপুটেশন ফেরতা এক বিজেপি কর্মীর মৃত্যু,আহত ২
২১ শে বিধানসভাকে পাথেয় করে কুল্পি পদ্মশিবির মজবুত গড়তে মড়িয়া মন্ডল নেতৃত্ব।গণ ডেপুটেশনের দিনে দক্ষিন গাজিপুর গ্রামপঞ্চায়েত সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলেদেন ২৮ নং মন্ডল সভাপতি শ্যামল পাত্র।
উপস্থিত ছিলেন বিদ্যুৎ পুরকাইত(কুল্পি বিধানসভার কনভেনার) , বাদল সিং ২৯ নং মন্ডল সভাপতি) ,২৮ নং ব্লকের শ্যামল পাত্র ,কুল্পি ব্লকের কনভেনারপবির রায় (তনু) ,কামারচক অঞ্চল সভাপতি বিকাশ সর্দার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584