এসইউসিআই এর বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি কোলাঘাটে

0
44

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

deputation of suci | newsfront.co
নিজস্ব চিত্র

কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার দ্রুত দুর্গন্ধযুক্ত জমা জল নিষ্কাশন,বর্ষার পরই সোয়াদিঘী-টোপা ড্রেনেজ-দেহাটী খাল সংস্কার, ব্লকের সিদ্ধা থেকে সিদ্ধা হাইস্কুল,জিয়াদা বাজার থেকে সাগরবাড় সহ ব্লকের সমস্ত ভাঙাচোরা রাস্তা সংস্কার করে কংক্রিট করা,দূর্নীতি দলবাজি বন্ধ করে সমস্ত গরিব মানুষের নাম বাংলা আবাস যোজনায় অন্তর্ভুক্তিকরণ সহ ১৫ দফা দাবিতে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক কমিটির ডাকে শতাধিক মানুষ বিডিও অফিসে ঘেরাও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন।বিক্ষোভকারীরা বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত গেট অবরোধ করে বিক্ষোভ দেখান।

আরও পড়ুনঃ জলঙ্গী ব্লক আইসিডিএস কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন কর্মসূচি

কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক কমিটির পক্ষে নারায়ণচন্দ্র নায়ক,মধুসূদন বেরা,বিশ্বরূপ অধিকারী,জন্মেঞ্জয় মান্না প্রমূখ।অন্যান্য দাবির মধ্যে অন্যতম,অভিলম্বে পানীয় জল প্রকল্প চালু, যোগীবেড়ে গণধর্ষিতা মৃত স্কুলছাত্রীর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি,মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ,এলাকায় মদের দৌরাত্ম্য বন্ধ প্রভৃতি।

বিডিও আগামীকালই এলাকা পরিদর্শন করে খালে পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ প্রত্যাহিত হয়।ইতিমধ্যে আজ সেচ দফতরের পাঁশকুড়া সাব ডিভিশন ১ এবং ২ স্থানীয় টোপা ড্রেনেজ,দেহাটী খাল এলাকা পরিদর্শন করেন।

ব্লক কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আগামী ৭ দিনের মধ্যে জমা জল বের না করা হলে জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here