নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কামাখ্যাগুড়ির হারিয়ে যাওয়া নাট্যচর্চাকে পুনর্জীবিত করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল কামাখ্যাগুড়ি সাংস্কৃতিক মঞ্চ।বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে কামাখ্যাগুড়ির হরিবাড়িতে শুরু হল দ্বিতীয় বর্ষ নাট্য উৎসব। প্রদীপ জ্বালিয়ে ওই নাট্য উৎসবের সূচনা করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, কামাখ্যাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়তি বর্মন রায়, কামাখ্যাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান অলেন ঠাকুর সহ বিশিষ্টজনেরা।
এদিন মঞ্চে চারটি নাটক পরিবেশিত হয়। কামাখ্যাগুড়ি সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক রমাপ্রসাদ গোস্বামী জানান,গত বছর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নাট্য উৎসব পালিত হয়।এবারে দ্বিতীয় বর্ষ নাট্য উৎসব অনুষ্ঠিট হচ্ছে। বৃহস্পতিবার ওই নাট্য উৎসব শেষ হবে।
আরও পড়ুন: ফের হাতির হানা,প্রশাসন দিচ্ছে ক্ষতিপূরণের আশ্বাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584