তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শনিবার রায়গঞ্জ মহকুমার তিনটি ও ইসলামপুর মহকুমার দুটি কেন্দ্রে নির্বাচনে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।আজ মূলত প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারদের ট্রেনিং ছিলো।আগামীকাল একই ভেনুতে হবে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য পোলিং অফিসারদের ট্রেনিং।দুদিনে ট্রেনিং নেওয়া ভোটকর্মীর সংখ্যা ৯৯৫৪জন।আজ মোটামুটি ৫৭০০জন ট্রেনিং নেন।এনআইসির সহযোগিতায় তৈরি হওয়া এবারের ভোটের কাজে নিয়োগপত্র গুলোতে ট্রেনিং কেন্দ্রের ঘরের নং ও অন্যান্য তথ্য দেওয়া থাকায় ভোটকর্মীদের ট্রেনিং খুব সুশৃঙ্খল হয়েছে।
আরও পড়ুনঃ বুথ ভিত্তিক সমীক্ষায় ভরসা করেই ভোট প্রচারে তৃণমূল
রেজিসেট্রশন সহ অন্যান্য কাজ নিজ নিজ ঘরেই হয়েছে।প্রত্যেকের জন্য ছিলো প্যাড ও পেনের ব্যবস্থা এবারেই প্রথম।কাল প্রিসাইডিং অফিসারের জন্য থাকবে সুদৃশ্য ফোল্ডার।সবই মেটেরিয়াল সেলের সৌজন্যে।প্রতি ঘরে দুজন করে ট্রেনার ছিলেন।ট্রেনিং হয়েছে অডিও ভিস্যুয়াল মাধ্যমে।
আজ যারা ট্রেনিং-এ অনুপস্থিত ছিলেন সোমবারের মধ্যে তাদের কাছে শোকজের চিঠি পৌছে যাবে।আজ আনুমানিক দশ শতাংশ অনুপস্থিত ছিলেন।রায়গঞ্জে ট্রেনিং হয়েছে সারদা বিদ্যামন্দির, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ ও সুরেন্দ্রনাথ কলেজে।ইসলামপুরে ইসলামপুর বয়েজ ও গার্লস কলেজে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584