ভোট কর্মীদের প্রশিক্ষণের সূচনা

0
67

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

The training of election start
নিজস্ব চিত্র

শনিবার রায়গঞ্জ মহকুমার তিনটি ও ইসলামপুর মহকুমার দুটি কেন্দ্রে নির্বাচনে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।আজ মূলত প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারদের ট্রেনিং ছিলো।আগামীকাল একই ভেনুতে হবে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য পোলিং অফিসারদের ট্রেনিং।দুদিনে ট্রেনিং নেওয়া ভোটকর্মীর সংখ্যা ৯৯৫৪জন।আজ মোটামুটি ৫৭০০জন ট্রেনিং নেন।এনআইসির সহযোগিতায় তৈরি হওয়া এবারের ভোটের কাজে নিয়োগপত্র গুলোতে ট্রেনিং কেন্দ্রের ঘরের নং ও অন্যান্য তথ্য দেওয়া থাকায় ভোটকর্মীদের ট্রেনিং খুব সুশৃঙ্খল হয়েছে।

The training of election start
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বুথ ভিত্তিক সমীক্ষায় ভরসা করেই ভোট প্রচারে তৃণমূল

রেজিসেট্রশন সহ অন্যান্য কাজ নিজ নিজ ঘরেই হয়েছে।প্রত্যেকের জন্য ছিলো প্যাড ও পেনের ব্যবস্থা এবারেই প্রথম।কাল প্রিসাইডিং অফিসারের জন্য থাকবে সুদৃশ্য ফোল্ডার।সবই মেটেরিয়াল সেলের সৌজন্যে।প্রতি ঘরে দুজন করে ট্রেনার ছিলেন।ট্রেনিং হয়েছে অডিও ভিস্যুয়াল মাধ্যমে।

আজ যারা ট্রেনিং-এ অনুপস্থিত ছিলেন সোমবারের মধ্যে তাদের কাছে শোকজের চিঠি পৌছে যাবে।আজ আনুমানিক দশ শতাংশ অনুপস্থিত ছিলেন।রায়গঞ্জে ট্রেনিং হয়েছে সারদা বিদ্যামন্দির, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ ও সুরেন্দ্রনাথ কলেজে।ইসলামপুরে ইসলামপুর বয়েজ ও গার্লস কলেজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here