নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের হাতি বাঁচানোর নজির তৈরি করলেন রেলের চালক ও সহচালক। মঙ্গলবার সকাল ৬.৪০ নাগাদ (৭৫৭১৫) আপ শিলিগুড়ি -দিনহাটা ডেমুর চালক বিপ্লব কান্তি দাস এবং সহকারী চালক এন কে সিং মহানন্দা অভয়ারণ্যের অন্তর্গত গুলমা এবং সেবক স্টেশনের মাঝে ২৪/২-৩ পোস্টে একটি বিশাল বুনো হাতিকে লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আপৎকালীন ব্রেক ব্যাবহার করে ট্রেন থামিয়ে দেন।
হাতিটি জঙ্গলে ফিরে না গিয়ে লাইনে উঠে ইঞ্জিনের সামনে এসে ইঞ্জিন স্পর্শ করে দাঁড়িয়ে থাকে। মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর পাশের জঙ্গলে ধীরে ধীরে প্রবেশ করে তার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু করে চালক।
আরও পড়ুনঃ স্থান ভিন্ন ঘটনা-সময়ে অদ্ভুত মিল, ফের চালকের তৎপরতায় বাঁচল হাতির প্রাণ
উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম কে এস জৈন বলেন, “ আমরা চালক,সহচালক রেলের গার্ড সহ বিভিন্ন স্তরের রেল কর্মীদের জঙ্গল পথে ট্রেন চালানো নিয়ে নানান প্রশিক্ষন দিয়ে থাকি।
এই সব প্রশিক্ষন শিবিরে বন দপ্তরের বিশেষজ্ঞরাও থাকেন। এই সব প্রশিক্ষনের কারনেই আমরা জঙ্গল পথে দুর্ঘটনা থেকে ট্রেনকে বাচিয়ে বন্য জন্তুর প্রান বাঁচাতে সক্ষম হচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584