মেলেনি ধান বিক্রির টাকা, ধর্ণায় কৃষকরা

0
40

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জানুয়ারি মাসে ১৩৬টি পরিবার ধান বিক্রি করেছিলেন।পাঁচ মাস পরেও ধান বিক্রির টাকা না পাওয়ায় ফালাকাটা ব্লকের বিডিওর কার্যালয়ে ধর্নায় বসলেন ধান বিক্রেতারা।

The farmers Demand
উত্তম কর,আন্দোলনকারী কৃষক।নিজস্ব চিত্র

তাঁদের দাবি,বহুবার ধানের মূল্যের জন্য দাবি জানানো হলেও প্রশাসন উদাসীন।

The farmers Demand
ধর্ণা।নিজস্ব চিত্র

জানা গেছে,ফালাকাটার গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের ১৩৬টি পরিবার ধান বিক্রি করেছিলেন এবছরের জানুয়ারি মাসে। পাঁচ মাস পার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত ধান বিক্রির কোন টাকাই পায়নি কৃষকরা।

The farmers Demand
নিজস্ব চিত্র

এই বিষয়ে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে।ফাইল জেলা থেকে চলে গেছে।যিনি এর দায়িত্বে ছিলেন তিনি নির্বাচনের অবজার্ভ ডিউটিতে ছিলেন এরজন্য দেরি হচ্ছে।আজ জেলার থেকে আধিকারিক এসেছিলেন।কথা হয়েছে কৃষকদের সাথে।শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here