গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার পনেরশো বোতল ফেনসিডিল

0
252

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

গতকাল, ৪ ডিসেম্বর, গোপন সংস্থার তথ্য অনুসারে জলঙ্গী থানার ধনীরামপুর মোড় থেকে দিলীপ বাগদি(৪০) নামের এক ড্রাইভার-সহ তার বাহককে আটক করেছিলেন এসআই সুরোজিত মন্ডল এবং এএসআই কাঞ্চন সরকার।

the Fifteen bottles Fencidil rescue | newsfront.co
ধৃতদের সাথে উদ্ধার করা ফেনসিডিল। নিজস্ব চিত্র

এস.ও আনন্দপুরের লেঃ রাম বাগদি, পি.ও সিলামপুর, পি.এস. কঙ্কসা(জেলা-বর্ধমান), একটি মারুতির ডিজায়ার গাড়ি এবং তল্লাশিতে দুটি বড় আকারের প্লাস্টিকের বস্তা উদ্ধার করেছে। এর মধ্যে ১৫০০ বোতল ফেনসিডিল (প্রতিটি বস্তার মধ্যে 7৫০ মিলিগ্রাম) রয়েছে, যা বুট স্পেস এবং মারুতি ডিজায়ার গাড়ি বহনকারী রেগের পিছনের দিকের সিটে লুকিয়ে রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ জয়নগরে ক্ষতিপূরণের লাইনে মৃত্যু বুলবুল বিধ্বস্থ কৃষকের

উদ্ধার করা ডিজায়ারটি (ডাব্লুবি ৪০৪০ ৯৩২৮) চালাচ্ছিলেন চালক কাম ক্যারিয়ার। জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করে বলেছিলেন যে তিনি মাদকদ্রব্য সিন্ডিকেটের সাথে জড়িত এবং বেনারস থেকে উক্ত ফেনসিডিল বোতলগুলি কিনেছিলেন।

রানীনগর ও জলঙ্গী পিএসের অধীনে ধনীরামপুর ও বুমনাবাদ এলাকায় তাদের সক্রিয় সদস্যদের কাছে একই জিনিস পৌঁছে দিতে আসছিলেন তিনি। এদেরকে ৮৩৩/১৯, ইউ/এস- ২১(সি)/ ২৯ নং এনডিপিএস আইন অনুযায়ি গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আজ ১০ দিনের পিসি প্রার্থনা করে পাঠানো হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here