পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
সংস্কারের অভাবে হেমতাবাদ এর ঐতিহাসিক ডাকবাংলো ভেঙে পড়ল।ইতিহাসের বহু সাক্ষী হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের মালোনের মধ্যে অবস্থিত ব্রিটিশ জামানায় তৈরি ডাকবাংলোটি।আজ সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় এই বাংলো।
বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত মঙ্গলবার আচমকাই ভেঙে পড়ে যায় বাংলোটি।কিন্তু হতাহতের কোনো খবর নেই। ডাকবাংলোটির মধ্যে অবস্থিত মালোন জুনিয়র হাই স্কুল।মোট দুই বিঘা জমির উপর ১৫ ফুট উঁচু টিনের চালা ছিল।
বাংলোটি ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।গতবছর দূর্গা পুজোর সময় ডাকবাংলোতে আচমকা আগুন লেগে যাই।আগুন লেগে প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্থ হয় ডাকবাংলো টিন গুলি।স্থানীয় সূত্রে খবর ব্রিটিশ সরকার নির্মাণ করেছিল এই ডাকবাংলো টি।
ব্রিটিশ অফিসারেরা ডাকবাংলোটিতে বসে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন। দিনাজপুরের মহারাজাও নাকি মাঝে মাঝে এখানে আসতেন।স্বাধীনতার পরে একজন চিকিৎসক ডাকবাংলোতে থেকে গোটা এলাকাবাসীর বিনামূল্যে চিকিৎসা করতেন।
আরও পড়ুনঃ রবিবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন নারায়ণগড়, ভেঙে পড়ল বাসগৃহ
ডাকবাংলোটিতে বেশ কিছুদিনের জন্য পুলিশ ফাঁড়ি ও করা হয়।জানা যায় ডাকবাংলাটিতে বিএসএফ থাকাকালীন ভালোই ছিল কিন্তু তারা ছেড়ে যাবার পর এলাকার মানুষজন এর গুরুত্ব বুঝতে না পেরে ধ্বংসলীলায় মেতে উঠেছিল।
স্থানীয় বাসিন্দা মাহাতো বর্মণ বলেন প্রশাসনকে বারবার জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।শুধু আশ্বাসবাণী শুনিয়েছেন।ডাকবাংলোটি নতুনভাবে নির্মিত হলে এলাকার মানুষ এর ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারবে।
জেলার বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর বৃন্দাবন ঘোষ বলেন,”ডাকবাংলোতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বারবার হেরিটেজ দফতরকে চিঠি দিয়েছি।জেলা ও ব্লক প্রশাসনকে চিঠি দিয়েছি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে।মালনের ডাকবাংলো টিকে আমরা হারাতে চাইনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584