নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সৈকত শহর দিঘাতে বেআইনি নির্মাণ,বেআইনি বালি খাদান ও দোকান ঘর বন্টনের ক্ষেত্রে কাটমানি নেওয়া এবং প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগে ডেপুটেশান দিল বিজেপি যুব মোর্চার।
মঙ্গলবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে দফতরে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ১ জুলাই ডেপুটেশান দেয় বিজেপি যুব মোর্চার।
তখনই পর্ষদ কর্তৃপক্ষ জানান সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোন কাজ না হওয়ায় ফের যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হয় মঙ্গলবার।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে অভিযুক্ত সিভিক ভলেনটিয়ারদের কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
অভিযোগ করা হয় সৈকত নগরীতে অবৈধভাবে নির্মান গড়ার জন্য প্রশাসন কাটমানি খেয়েছে।পাশাপাশি সঠিক প্রাপকদের দোকান ঘর না দিয়ে কাটমানি খেয়ে অন্য কাউকে পাইয়ে দেওয়া হয়েছে দোকান।
প্রশাসনিক কর্তারা কেনো এমন কাজ করলেন তাছাড়া কেনো কাটমানি খেলেন তারই প্রতিবাদে যুব মোর্চার ডেপুটেশান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584