সুদীপ পাল, বর্ধমানঃ
নির্ধারিত সময়ের আগেই বৃহস্পতিবার খুলে দেওয়া হল ২ বি জাতীয় সড়কের উপরে থাকা গুসকরার কুনুর সেতু। সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই গতকাল বিকেল থেকে সেতুর উপর দিয়ে যান চলাচলে ছাড়পত্র দিয়েছে জাতীয় সড়ক বিভাগ।
মেরামতির কাজের জন্য ৫ নভেম্বর থেকে সেতু দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ২২ নভেম্বর পর্যন্ত সেতুবন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু সময়ের একদিন আগেই মেরামতির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় সেতু খুলে দেওয়া হয়েছে।
জাতীয় সড়কে কুনুর নদীর উপর সেতু টানা ১৬ দিন বন্ধ থাকার কারণে বিকল্প যে রাস্তাগুলি ও সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করেছে তাতে রাস্তাগুলির আংশিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত মেরামত করতে তৎপর হয়েছে। ৪২ বছর আগে নির্মাণ করা অপরিসর এই সেতুর উপরের অংশের এক্সপেনশন জয়েন্ট পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়েছিল।
আরও পড়ুনঃ আজ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিন
নোটিশ অনুযায়ী আজ শুক্রবার পর্যন্ত সেতু বন্ধ রাখার কথা হলেও গতকালই তা খুলে দেওয়া হয়েছে। প্রায় ১৩৪ মিটার লম্বা এবং ৫.৬ মিটার চওড়া সেতুর ১৭টি এক্সপেনশন জয়েন্ট পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়। তবে সেতুতে আলো নেই বলে পথচারীরা অভিযোগ করেছেন।
গুসকরা পুরসভার নির্বাহি আধিকারিক আকলিমা খাতুন খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি অন্য যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ সে বিষয়ে তিনি বলেন, লিখিত আবেদন রাস্তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584