রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায় এক বেসরকারি হাসপাতালের পাশের ঝোপে মৃত সদ্যোজাত শিশুর দেহ ফেলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে হাসপাতালেই কর্মরত এক চতুর্থশ্রেণীর কর্মী।ঘটনার প্রকাশ এই যে,গতকাল বীরভূমের বাসিন্দা এক গর্ভবতী মহিলা ভর্তি হন।সেই মহিলা একটি মৃত সন্তান প্রসব করেন।
মৃত সন্তানের জন্মদাত্রী মহিলার বাড়ির লোকের অনুরোধে চতুর্থ শ্রেণীর সেই কর্মী হাসপাতালের কাপড়ে মুড়ে একটি বাক্সে ভরে সদ্যজাত শিশুর মৃতদেহটি ঝোপের মধ্যে ফেলতে আসে।
আরও পড়ুনঃ পুকুর পাড় থেকে উদ্ধার নিখোঁজ শিশুর মৃতদেহ
স্থানীয় বাসিন্দা এবং সংবাদমাধ্যমের কর্মীদের জেরার মুখে ওই কর্মী জানায় যে,সে টাকার বিনিময়ে এই কাজ করতে এসেছিল।শুধু তাই নয় সে জানায়,এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে ওয়াকিবহাল।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও কোন মতামত পাওয়া যায় নি।সদ্যোজাত শিশুর মৃত্যু হলে নির্দিষ্ট নিয়মে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ায় নিয়ম।সেখানে কিভাবে,কেন হাসপাতালেরই কর্মী সেই মৃত দেহ জঙ্গলে ফেলতে যাচ্ছিল।উঠছে আরও অনেক প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584