৯৩ বছর বয়সে প্রয়াত শাবানা আজমির মা

0
141

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

the mother of shabana azmi is dead | newsfront.co
শাবানা আজমির সাথে মা শওকত আজমি। সংবাদ চিত্র

প্রয়াত ভারতীয় গণনাট্য সংঘের বিশিষ্ট সদস্য তথা প্রবীণ অভিনেত্রী শওকত আজমি, অভিনেত্রী শাবানা আজমির মা। জানা গেছে, বয়সজনিত অসুস্থতার কারণেই শুক্রবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

the mother of shabana azmi is dead | newsfront.co
শওকত আজমি। সংবাদ চিত্র

পিটিআইকে লেখক-গীতিকার জাভেদ আখতার তাঁর শাশুড়ির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। জাভেদ আখতার জানান, “৯৩ বছর বয়স হয়েছিল তাঁর এবং একের পর এক সমস্যায় ভুগছিলেন। তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কিছুদিন ভর্তি করা হয়েছিল। বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন। তারপরে তাঁকে আইসিইউ থেকে বাইরে নিয়ে আসা হয়। সমস্তটাই বয়সজনিত রোগের সঙ্গেই সম্পর্কিত ছিল।”

আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন শিক্ষক নেতা অপরেশ ভট্টাচার্য

জাভেদ আখতার আরও জানিয়েছেন, “শেষ পর্যন্ত তাঁকে বাড়িতেই নিয়ে আসা হয়। তিনি নিজের ঘরে ফিরে আসতে চেয়েছিলেন। ঘরে ফেরার দু’দিন পরেই তিনি মারা যান। শাবানা এখন মুম্বাইয়ে রয়েছেন।”

শওকত এবং তাঁর স্বামী ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দুই মঞ্চ– ভারতীয় গণনাট্য সংঘ (আইপিটিএ) এবং প্রগতিশীল লেখক সমিতির (আইডব্লুএ) বিশিষ্ট ব্যক্তিত্ব। শওকত আজমির স্বামী ২০০২ সালে মারা যান। শওকত রেখে গেলেন তাঁর কন্যা অভিনেত্রী শাবানা এবং পুত্র সিনেমাটোগ্রাফার বাবা আজমিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here