শান্তিনিকেতনে মেঘমালা বাংলা কবিতা উৎসবের আয়োজন

0
74

শ্যামল রায়,শান্তিনিকেতনঃ

এই সময়কালের বিভিন্ন প্রান্তের কবিদের সংগঠিত করে যাচ্ছে যে সংস্থাটি বাংলা রাইটস ফোরামের উদ্যোগে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক শান্তিনিকেতন মেঘমালা বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো বোলপুর টুরিস্ট লজ রোডের বীরভূম বাস মালিক সমিতির হল ঘরে।

নিজস্ব চিত্র

কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ কবি অরুণ কুমার চক্রবর্তী।উপস্থিত ছিলেন কবি অজয় চক্রবর্তী,কবি শিব শঙ্কর বকশি,কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী,কবি মানিক মজুমদার সভাপতি বাংলাদেশ কবিতা সংসদ, কবি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাংলাদেশ পাবনার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মুর্শিদাবাদ জিয়াগঞ্জের যোগেন্দ্রনাথ বিশ্বাস, প্রদীপ কবিরাজ,আদিত্য মুখোপাধ্যায়, নুরুল হক,দেব কুমার দত্ত,নিতাই মৃধা প্রমূখ।

poem festival in santiniketan | newsfront.co
নিজস্ব চিত্র

দ্বিতীয় দিনে প্রদীপ প্রজ্জ্বলন এবং বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আশাবরী মিউজিক গ্রুপের অসীম ভট্টাচার্যের নেতৃত্বের একাধিক শিল্পী।

শনিবার অনুষ্ঠিত সান্ধ্যকালীন কবি আড্ডায় একাধিক কবি কবিতাপাঠ আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত প্রতিনিধি কবিরা। কবিতা কি কেন এবং আগামী দিন আরো ভালো কবিতা কিভাবে লিখতে হবে তার নানান দিক নিয়ে আলোচনা করেন কবি অরুণ কুমার চক্রবর্তী ও তরুণ কবি আকমাল হোসেন এবং কবি ও সাংবাদিক শ্যামল রায়।

poem festival in santiniketan | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কঙ্কণার পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে কবিতা উৎসব নবদ্বীপে

এই কবি উৎসবে শুধু বাংলার বিভিন্ন জেলা থেকে নয় সুদূর বাংলাদেশ থেকেও কবি-বন্ধুরা এসেছিলেন। প্রতিনিধি কবি-বন্ধুরা ছাড়াও বোলপুরের বিভিন্ন প্রান্ত থেকেও কবি-বন্ধুরা উপস্থিত হয়েছিলেন।সমস্ত এলাকার কবিদের সংখ্যা ছিল প্রায় দেড় শতাধিক।

এই কবি সম্মেলনে সম্মাননা পান কবি মানিক মজুমদার, গৌতম কুমার বিশ্বাস,যোগেন্দ্রনাথ বিশ্বাস।কবি ও সাংবাদিক শ্যামল রায় জানিয়েছেন যে, এই কবিতা উৎসব ছিল শান্তিনিকেতনে বাংলা কবিতা উৎসবের মধ্যে সবথেকে বৃহৎ বাংলা কবিতা উৎসব।

প্রবীণ নবীন লেখকদের মধ্যে এই কবিতা উৎসবের একটি সেতু তৈরি হয়েছে।আগামী দিন এই ধরনের কবিতা উৎসব বাংলা ছেড়েও অন্য রাজ্যে অনুষ্ঠিত হবে বাংলা কবিতা জানিয়েছেন শ্যামল রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here