শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য জুড়ে সরকার রাজ্যের স্বনির্ভর দলগুলির উন্নতিতে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবার এই স্বনির্ভর দলগুলি যাতে আর্থিক কারণে পিছিয়ে না পরে সেই লক্ষ্যেই তাদের বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ঋনদানের ব্যবস্থা করছে সরকার।
এই লক্ষ্য পুরণের জন্য এ দিন দক্ষিণ দিনাজপুর জেলার আনন্দধারার উদ্যোগে জেলার প্রশাসন সভাকক্ষ বালুরঘাট টাউন হল (রৌদ্রছায়া)-এ ‘মেগা ক্রেডিট ক্যাম্প’ আয়োজিত হল। বালুরঘাট মহকুমা ছাড়াও আজ একই ভাবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাতেও এই মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ শ্যামা পূজা উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধারা প্রকল্পের স্টেট রিপ্রেজেনটেটিভ ডি.কে মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার আনন্দধারার ডিরেক্টর খালিদ কাইজার, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ক্রেডিট) ইয়াংকি কলিটাস কারগে-সহ জেলার বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার ও অন্যান্য আধিকারিকরা।
জানা গিয়েছে, জেলার দুই মহকুমার এই দুই মেগা ক্রেডিট ক্যাম্প থেকে জেলার ১৩০০ স্বনির্ভর দলের সদস্যদের হাতে প্রায় ৩০ কোটি টাকার ঋণ বরাদ্দের কাগজ তুলে দেওয়া হয়। জেলার স্বনির্ভর দলের উন্নতিতে আনন্দধারা প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584