প্রশাসনের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রচার বাঁকুড়ায়

0
56

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা ‘সেফ ড্রাইভ সেভ লাইভ‘ এর প্রচারে আসে প্রশাসনিক আধিকারিকরা।আজ সকালে বাঁকুড়া জেলা পুলিসের উদ্যোগে  ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’  নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়।

 announcement of safe drive save life | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই পদযাত্রায় পা মেলান বাঁকুড়ার জেলাশাসক ডঃ উমাশঙ্কর এস,পুলিশ সুপার কোটেশ্বর রাও,অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত,ডিএসপি ট্রাফিক সামিন বিশ্বাস,ট্রাফিক আইসি সব্যসাচী মুখার্জি,পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিক সহ সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা।

promotion of safe drive save life | newsfront.co
নিজস্ব চিত্র

মিছিলটি মাচানতলা থেকে শুরু হয়ে রানীগঞ্জের মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলটি শেষ হয়ে মাচানতলা মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

promotion of safe drive save life | newsfront.co
নিজস্ব চিত্র
promotion of safe drive save life | newsfront.co
পদযাত্রা।নিজস্ব চিত্র

অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দেয়া হয় বাইক আরোহীরা যাতে অবশ্যই বাইকে হেলমেট এবং গাড়িতে সিটবেল্ট ব্যবহার করেন।সাথে বাইক বা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে।

আরও পড়ুনঃ তমলুকে তৃণমূলের বর্ধিত অধিবেশন

এদিন পুলিশের বিভিন্ন আধিকারিদের দেখা গেল ভিন্ন ভূমিকায়।বিনা হেলমেটে বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে এবং গাড়িতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর স্টিকার চিটিয়ে বাইক আরোহীদের সতর্ক করা হয়।

একদিকে যেখানে প্রশাসনিক আধিকারিকরা হেলমেট পরার বার্তা দিচ্ছে ঠিক অপরদিকে পুলিশের নাকের ডগা দিয়েই পেরিয়ে যাচ্ছে শত শত বিনা হেলমেটহীন বাইক। এদিন পুলিস সুপার বলেন, ৯০ পার্সেন মানুষজন এখন হেলমেট ব্যবহারকরছে।

তবে শহর সংলগ্ন মানুষের তুলনায় গ্রাম্য এলাকায় মানুষজন হেলমেট পরার পরিসংখ্যান খুবই কম।তবে আজ থেকে আবার নতুন করে চেকিং এর ব্যবস্থা করা হবে।প্রতিটি মোড়ে মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর ক্যাম্প করা হবে। হেলমেট না পরলে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here