পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করার চেষ্টার অভিযোগে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভে সামিল হলেন গ্রামের বাসিন্দারা। রবিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের ৯ নং গৌরি গ্রাম পঞ্চায়েতের নরম এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় যুব তৃণমূল নেতা রেজাউল হক, নরম এলাকার একটি নাবালিকাকে কিছুদিন ধরেই উত্যক্ত করত।
এ দিকে শনিবার এই ব্যাপারে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও সেখানেও অভিযোগ নেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। আর শনিবার রাতেই ওই নাবালিকাকে নরম এলাকায় তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে রেজাউল ও তার বাহিনী।
আরও পড়ুনঃ কোচবিহারে আরপিএফের দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ গাড়ি চালকদের
সে সময় তাদের নিয়ে আসা একটি মোটর বাইক ধরে ফেলেন বাসিন্দারা। প্রাণ ভয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুস্কৃতীরা। এর জেরে রবিবার সকাল থেকে মোটর বাইকটিতে আগুন ধরিয়ে রায়গঞ্জ শ্যামপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন ডিএসপি প্রসাদ প্রধান। এরপর পুলিশের তরফে অবরোধ তুলে দেওয়ার আর্জি জানিয়ে এলাকায় শান্তি ফেরাতে মাইকে প্রচার চালানো হয়। এলাকা যথেষ্ট উত্তেজিত থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584