শ্যামল রায়,কালনাঃ
কালনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৩ জন ছাত্রছাত্রী।
শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তারা অধিকাংশই বাড়ি ফিরতে শুরু করেছে।
এদিন সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন হাসপাতাল সুপার।সুপার কৃষ্ণচন্দ্র বড়াই একটি গোলাপ কলম দিয়ে শুভেচ্ছা জানালো কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের কে।
জানা গিয়েছে যে গত বৃহস্পতিবার থেকে কালনা বগলা দর্শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত অসুস্থ ছাত্র-ছাত্রীদেরকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার অধিকাংশ ছাত্রছাত্রীরা সুস্থ হয়ে ওঠে এবং বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৃথ্বীশ চৌধুরী জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে মিড ডে মিল খাচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা কিন্তু এদিন কেন এই ধরনের ঘটনা ঘটলো নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা জানতে পারব কি ঘটনা থেকে এই ধরনের বিপত্তি ঘটেছিল। তবে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে উঠলে আমরা ভিষণভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অনেকেই সুস্থ হয়ে উঠেছে আমরা খুব আশাবাদী এর ছাত্র-ছাত্রীরা সুন্দর পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের স্কুলের সুনাম বজায় রাখবে।
সকল ছাত্র-ছাত্রী সুস্থ চিন্তা মুক্ত হয়েছেন অভিভাবক অভিভাবিকারা, জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন: ক্রমবর্ধমান পথ দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584