নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় চমকাইতলায় দলীয় বৈঠক করতে যাওয়ার সময় আক্রান্ত হয় বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব।
অভিযোগ তীর তৃণমূলের দিকে।এই সাপেক্ষে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ বলেন যে, “সব তৃণমূল কর্মীরা বিজেপি নেতাদের উপর হামলা চালিয়েছেন তারা শুধরে জান না হলে বিজেপি শুধরে দেবে।”

শনিবার বিকেলে নাগাদ গড়বেতার ধাদিকা প্রাইমারি স্কুল মাঠ ময়দানে এদিন দিলীপ ঘোষ জনসভা করেন, সদস্য সংগ্রহ অভিযান শুরু করেন, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার ডাক দিয়েছে গ্রামে গ্রামে পঞ্চবটি গাছ লাগান,আগামী দিনে আমরা পশ্চিম বাংলা থেকে বিজেপির ১কোটি সদস্য সংগ্রহ করবো।’

আরও পড়ুনঃ কেশপুরের জনসভায় সরকার-প্রশাসনকে না মানার হুমকি দিলীপের
প্রসঙ্গত উল্লেখ্য ২৭ জুন তারিখে বিজেপির জেলা সহ-সভাপতি প্রদীপ লোধা ও জেলার সাধারণ সম্পাদক মদন রুইদাস এর উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা, হামলায় আহত ব্যক্তিদের সমর্থনে এ দিন ধাদকায় জনসভা বলে জেলা বিজেপি সূত্রে খবর।
সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ,পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি সমিত দাস, বিজেপির রাজ্যনেতা বিজয় ব্যানার্জি সহ একাধিক বিজেপি নেতা।
এই সভায় প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।এই সদস্য অভিযান জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাস,জেলা সহ সভাপতি প্রদীপ লোধা সহ অন্যান্য জেলা ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584