নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে চুরি হলো লক্ষাধিক টাকার ঠাকুরের সোনা ও রুপোর গহনা। এমনকি ঠাকুরের প্রণামী বাক্স পর্যন্ত নিয়ে চলে যায় বলে জানা যায়। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লোছনগড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে গ্রামের বহু প্রাচীন দক্ষিণা কালী মাতার মন্দির ও রামকৃষ্ণ পল্লী সেবাশ্রমে সর্বস্ব নিয়ে চলে যায় চোর। এদিন ভোরে মন্দিরের সেবাইত মন্দিরে এসে দেখেন মন্দিরের লোহার দরজার তালা ভাঙ্গা, খোলা হয়ে আছে মন্দির। ভিতরে গিয়ে দেখেন সব নিয়ে পালিয়েছে চোরের দল, ঠাকুরের মুকুট থেকে শুরু করে গলার গহনা, নাকের দুল এবং পূজোর সামগ্রী ও জিনিসপত্র নিয়ে পালিয়েছে তারা। মন্দিরের পাশে রামকৃষ্ণ সেবাশ্রমের প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়েছে।

ঘটনা নজরে আসতে এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় গড়বেতা থানার পুলিশকে, এরপর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584