চুরি ছিনতাইয়ের নিত্যঘটনায় নির্বিকার জিআরপি

0
48

নিজস্ব সংবাদদাতা, নৈহাটিঃ নৈহাটি শিয়ালদা রেলপথে প্রতিদিন চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।  অভিযোগ রেলের পূর্ব ডিভিসনের এই শাখায় চুরি ও ছিনতাই এখন নিত্যনৈমিত্যিক ঘটনা। অথচ আজ পর্যন্ত চুরি যাওয়া একটি ঘটনার ও হদিশ করতে পারেনি নৈহাটি জিআরপি। প্রকাশ্য দিবালোকে নৈহাটি স্টেশনে চুরি ছিনতাইকারীদের দৌরাত্মে তাঁরা আতঙ্কিত  বলে জানান সাধারণ যাত্রীরা । কয়েক মাস আগে শিয়ালদা রেল স্টেশনে বগুলা কৈখালি বাজারের বাসিন্দা ঝুমা ভদ্র বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালদা থেকে গেদে লাইনে ট্রেন ধরবে বলে অপেক্ষা করছিলেন । সেই সময় তাঁর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি করে নিয়ে  চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার এখনো  কোন কিনারা করতে পারেনি জি আর পি। যাত্রীদের অভিযোগ ”  দুষ্কৃতীরা  কোথায় কিভাবে চুরি করছেন এই ইনফর্মেশন কি থাকে না পুলিশের কাছে? তাহলে এত চুরি ছিনতাই বাড়ছে কেন?”কখনো মহিলাদের গলার হার,  কানের দুল চুরি হচ্ছে , কখনো পকেট থেকে নামি দামি মোবাইল চুরি করে নিয়ে গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতীরা। এ ব্যাপারে নৈহাটি জি আর পির কাছে জানতে চাওয়া হলে তদন্ত চলছে বলে কার্যত এড়িয়ে যান পুলিশ আধিকারিকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here