‘ঠিকানা’ গড়ছেন ঋদ্ধি সেন

0
207

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা ঋদ্ধি সেন জার্নি শুরু করেছেন পরিচালক হিসেবে। ‘কোল্ড ফায়ার’-এর পর এবার ‘ঠিকানা’র কাজে হাত দিয়েছেন ঋদ্ধি।

Wridhhi Sen | newsfront.co
ঋদ্ধি সেন, অভিনেতা-পরিচালক

কবি সুকুমার রায় তাঁর ‘ঠিকানা’ কবিতাতে লিখেছিলেন একটি লাইন- ‘আপনাকে আজ আপন হাতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে।’ আর তাকে সম্বল করেই ঋদ্ধি সেন বানাতে চলেছেন ওয়েব ফিল্ম ‘ঠিকানা’। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি।

Thikana | newsfront.co

‘উইন্ডোজ’-এর নিবেদনে ঋদ্ধির পরিচালনা ও সংলাপ-চিত্রনাট্যে আসছে এই ছবি। সহ পরিচালনায় রাজর্ষি নাগ। প্রোডাকশন-এ ‘অডভেঞ্চার্স’। প্রযোজনায় ‘হাফ পেন্সিল’। ছবি বানানোর কাজে ঋদ্ধির টিমে আছেন সুরঙ্গণা ব্যানার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, শান্তনু গুহ রায়।

Wriddhi Sen | newsfront.co

আরও পড়ুনঃ অপরাধীদের ছবিতে ক্ষুদিরাম, প্রতিবাদের চাপে শেষ পর্যন্ত ক্ষমা চাইল জি-ফাইভ

খুব শীঘ্রই ‘উইন্ডোজ’-এর ওটিটি প্ল্যাটফর্মে আসবে ‘ঠিকানা’। মানুষের জন্মের পর দশটা বছর খুব গুরুত্বপূর্ণ। গড়ে ওঠার, নতুন কিছু শিখে তা লুটেপুটে নেওয়ার, কৌতূহল চরিতার্থ করার এটাই আদর্শ সময়। আর এই সময়টিকেই ‘ঠিকানা’তে বাঁধতে চলেছেন অভিনেতা-পরিচালক ঋদ্ধি সেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here