নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের প্রাক্টিসিং অ্যাডভোকেট তিতির গাঙ্গুলি। সায়ন্তনী সরকার এবং পবিত্র কুমার মল্লিকের অধীনস্ত তিতির। ছোট থেকেই তিতিরের স্বপ্ন অভিনেত্রী হওয়ার। ইচ্ছে বুকে নিয়ে এগোতে থাকে লেখাপড়াও। আইন নিয়ে পড়াশুনা করেন তিতির। তবু মনের ভিতর থেকে ঘুচে যায়নি অভিনেত্রী কিংবা মডেল হওয়ার স্বপ্ন। তাই আইনের প্রতিনিধি হয়েও মডেলিং করেন টুকটাক।
বেশ কয়েকটি ফোটো শুট ইতিমধ্যেই হাজির তিতিরের। আইনজ্ঞ তিতির তাঁর অভিনেত্রী হওয়ার কথা জানান নিউজ ফ্রন্ট-কে। আর তারপরই ফোন ঘোরাই তাঁকে। তিতিরের কাছে জানতে চাই গ্ল্যামার ওয়ার্ল্ড আর লিগাল ফিল্ড- দুটি সম্পূর্ণ আলাদা দিক। দুদিক সামাল দেবেন কী ভাবে?
তিতিরের উত্তর- “লিগাল ফিল্ড আমার প্রফেশন আর গ্ল্যামার ওয়ার্ল্ড আমার প্যাশন। আমি দুটোকেই প্রাধান্য দিতে চাই। এবং আমি পারব। আমি যাদের অধীনে কাজ করি সায়ন্তনী সরকার এবং পবিত্র কুমার মল্লিক তাঁরা আমার এই প্যাশনের কথা জানেন। তাঁরা আমাকে উৎসাহিত করেন। ২০১৯-এর শেষ থেকে আমি বেশ কয়েকটি মডেল ফোটো শুট করেছি। ওঁরা আমাকে ছুটিও দিয়েছেন। আমি আমার কাজটাও ঠিকমতো মন দিয়ে করি এবং করার চেষ্টা করি। ফলে অসুবিধা হয় না।”
অভিনয় করলে শুটিং ফ্লোরে অনেকটা সময় দিতে হয়। কোর্ট সামলে শুটিঙে হাজিরা দিতে পারবেন? তিতিরের তাতেও উত্তর- “হ্যাঁ পারব। পারতে হবেই। তবে, খুব অসুবিধা হলে যেকোনও একটাকে তখন একটু বন্ধ রেখে অন্যটা করব। কত চিকিৎসককেও তো দেখি আমরা অভিনয় করতে। তাঁরা ব্যালান্স করতে পারলে আমি আইনের প্রতিনধি হয়ে পারব না কেন?”
আরও পড়ুনঃ অন্য টাবুকে সঙ্গে নিয়ে সামনে এল মীরা নায়ারের ‘আ স্যুইটেবল বয়’-এর ট্রেলার
এই লকডাউনে তিতির সারাদিন বাড়িতে থেকে মাকে ঘরের কাজে সাহায্য করার পাশাপাশি নিয়মিত অনলাইনে অ্যাক্টিং ক্লাস করেছেন। সুতরাং ইচ্ছাশক্তি তিতিরকে অনেকদূর নিয়ে যাবে এমন আশা করাই যায়। আইনের ছাত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা এবং প্রিয়া মণ্ডলের অভিনয় দেখে প্রেরণা পান তিতির।
তিতিরের বাবা-মা মেয়ের সব কাজেই উৎসাহ দান করেন। মেয়ের আইনজ্ঞ হওয়া যেমন তাঁদের পছন্দের তেমনি মেয়েকে গ্ল্যামার ওয়ার্ল্ডে দেখতেও তাঁরা নিরুৎসাহী নন। আইনজ্ঞ তিতিরের কাছে জানতে চাই, এই লকডাউনে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক হারে বেড়েছে।
আরও পড়ুনঃ এবার কোন চরিত্রে ধরা দেবে মিষ্টি?
কী করণীয়? তিতির জানান- “অত্যাচারিত ব্যক্তিকে শুরুর দিনেই প্রতিবাদ জানাতে হবে। দেরি করলে চলবে না। থানায় অভিযোগ দায়ের করতে হবে খুব তাড়াতাড়ি। তা হলেই সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে দেরি হবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584