প্রকাশ্যে এল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

0
45

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রধান উপপ্রধান সহ-সচিবকে মারধর করার অভিযোগ উঠলো আরেক তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে, এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বলপাই এলাকায়।

members | newsfront.co
নিজস্ব চিত্র

সবং ব্লকের ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন মান্নার অভিযোগ, গতকাল পঞ্চায়েত কার্যালয় অফিস চলাকালীন ডঃ মানস ভুঁইয়া গোষ্ঠীর অনুগামী গৌর বেড়া শতাধিক লোক নিয়ে ঢুকে পড়ে পঞ্চায়েত কার্যালয় অফিসে। অভিযোগ, তুলে নিয়ে যাওয়া হয় প্রধান, উপপ্রধান সহ-সচিবকে। এখানেই শেষ নয় অকথ্য গালাগালি সহ বেধড়ক মারধর করা হয় তাদের বলে অভিযোগ। আরও জানা গিয়েছে সিসিটিভি বন্ধ করে মারধর করা হয় ও প্রাণে মারার হুমকি দেয়া হয় তাদের।

আরও পড়ুনঃ দলীয় কর্মী খুনের প্রতিবাদে তৃণমূলকে তুলোধোনা সুজনের

নিজস্ব চিত্র

যদিও এই ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে সিসিটিভি ক্যামেরায়, যেখানে লক্ষ্য করা গিয়েছে একদল মানুষ কার্যত তাণ্ডব চালিয়েছে পঞ্চায়েত কার্যালয়ে। যদিও বৃহস্পতিবার গোটা ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রধান, উপ প্রধান সহ সচিবের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ ফেসবুক-ইনস্টাগ্ৰাম সহ ৮৯ টি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় সেনা

নিজস্ব চিত্র

যদিও এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্য গোষ্ঠীর পক্ষ থেকে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কার্যত অস্বস্তিতে পড়তে পারে জেলা তৃণমূল, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here