বিজেপিতে যোগদান ঠেকাতে শনিবার রাতেই বৈঠকে বসল উত্তর চব্বিশ পরগনা তৃণমূল নেতৃত্ব

0
160

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধায়ক ও জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ দল ছাড়তেই ভাঙন ঠেকাতে এবার তৎপর হল উত্তর চব্বিশ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলায় দলের গুরুত্বপূর্ণ নেতা, বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করলেন উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার রাতে জেলা পরিষদের তিতুমীর সভাগৃহে হয় ওই বৈঠক।

tmc meeting | newsfront.co
বৈঠক। নিজস্ব চিত্র

বৈঠকে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের উনিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল, রফিকুল ইসলাম, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ছাড়াও জেলার শাসক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকে।তৃণমূল সূত্রে খবর, দলে ভাঙন ঠেকানো নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কথা হয় দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ সামলানোর পরিকল্পনা নিয়ে। এই নিয়ে একটি পরিকল্পনাও করা হয়েছে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

দলের ভাঙন ঠেকাতে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ও জেলা পরিষদের দলনেতা নারায়ণ গোস্বামীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে যে বিধানসভা, লোকসভা ও ব্লক ধরে ধরে দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করে জানার চেষ্টা করা হবে, কারও মধ্যে কোনও ক্ষোভ, বিক্ষোভ রয়েছে কি না। ক্ষোভ, বিক্ষোভ থাকলে তা দলীয় স্তরে আলোচনা করে মেটানোর চেষ্টা করা হবে। যাতে বিধানসভা ভোটে ঐক্যবদ্ধভাবে ঝাঁপানো যায়।

আরও পড়ুনঃ তার বিজেপিতে যোগদান ভুয়ো খবর! মন্তব্য নন্দকুমারের বিধায়কের

উল্লেখ্য, শনিবার মেদিনীপুরের একটি সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পুরসভা-পঞ্চায়েত থেকে লোকসভা, সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। সেই তালিকায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতা তথা বিধায়ক শীলভদ্র দত্ত, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ রতন ঘোষ ও ফিরোজ কালাম গাজি ওরফে বাবু মাস্টার। দলত্যাগীরা তৃণমূলের বিরুদ্ধে বিষোদগারও করেছেন।

আরও পড়ুনঃ নিউ জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের

ফলে বিধানসভা ভোটের আগে বিড়ম্বনা বেড়েছে শাসকদলের অভ্যন্তরে। দলত্যাগী এই সমস্ত তৃণমূল নেতা ও বিধায়কের দেখানো পথে যাতে আগামীদিনে কেউ দল ছেড়ে বেরিয়ে যেতে না পারে তার জন্য তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। যদিও বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়েই শুধুমাত্র আলোচনা হয়েছে বলে দাবি তৃণমূল নেতাদের।

এই ধরনের বৈঠক আগামী দিনেও আয়োজন করা হবে বলে খবর। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,”হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের দলীয় বিধায়ক ও নেতারা বৈঠকে স্পষ্ট জানিয়েছেন তাঁরা দলের সঙ্গেই আছেন।

মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক হিসেবেই কাজ করতে চান তাঁরা। যাঁরা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন,তাঁদের কারণে দলের কোনও ক্ষতি হবে না। ঐক্যবদ্ধভাবেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। এটাই আমাদের সংকল্প।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here