কেশপুরে অমিত শাহের জনসভায় যাওয়ায় অপরাধে ১০০ দিনের কাজে বাধা তৃণমূলের,অভিযোগ অস্বীকার

0
63

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অমিত শাহের জনসভায় যাওয়ায় জব কার্ডের কাজে করতে দেওয়া হল না কেশপুরের দুড়িয়া গ্রামের সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার অন্তর্গত ৬ নং জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের দুড়িয়া গ্রামে। সোমবার সকালে ১০০ দিনের প্রকল্পে দুড়িয়া গ্রামে নদী বাঁধ পাড়ে মাটিকাটা চলছিল। প্রতিদিনের মতো এদিনও কাজে গিয়েছিলেন উক্ত গ্রামেরই সাধারণ মানুষরা।

govt project | newsfront.co
নিজস্ব চিত্র
villagers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী, ক্ষোভ লালগোলায়

কাজ শুরু করতে গেলে শেখজব্বার বলেন, “তোমাদেরকে কাজ করতে হবে না বাড়ি চলে যাও।” গ্রামের সাধারণ মানুষরা কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমরা বিজেপির মিটিংয়ে গিয়েছিলে তাই তোমাদেরকে কাজ করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেন যেদিন বিজেপি আসবে তোমরা সেদিন কাজ করবে তার আগে তোমাদের কাজে নেওয়া হবে না।

bjp leader  | newsfront.co
গৌতম রানা, বিজেপি নেতা। নিজস্ব চিত্র
sheta goria | newsfront.co
শ্বেতা গড়াই, অভিযোগকারী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘ জলস্বপ্ন’ প্রকল্পের কাজ শুরু ফালাকাটায়

বিজেপির ঘাটাল জেলার সদস্য গৌতম রানা জানান, ঘটনাটা সঠিক, যে সকল সাধারণ মানুষ বিজেপির মিছিল মিটিংয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদেরকে ১০০ দিনের কাজ করতে দিচ্ছে না। সেই সঙ্গে তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা পঞ্চায়েতের এনএস সাহেব যিনি রয়েছেন ওনাকেও বিষয়টি জানিয়েছি। উনি আমাদের সাথে দেখা করার সময় দিয়েছেন। সেইসঙ্গে উনি আশ্বাসও দিয়েছেন যে পরবর্তী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তিনি নজর দেবেন।”

tmc leader | newsfront.co
চিত্ত গড়াই, তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন প্রধানের

অপরদিকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সভাপতি চিত্তগরাই বলেন,”এই ধরনের কোন ঘটনা ঘটেনি। হয়তো যাদের জব কার্ড হয়নি তাদেরকে মাটি কাটতে দেয়নি। কিন্তু যাদের কার্ড রয়েছে অথচ মাটি কাটতে দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপি।” সেই সঙ্গে তিনি আরও জানান, এখানে বিজেপি বলে কেউ নেই শুধু মাত্র কয়েকটা ঝান্ডা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here