পিয়ালী দাস, বীরভূমঃ
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে বীরভূম জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। একই সঙ্গে বীরভূমের বিভিন্ন স্টেশনে অবস্থান-বিক্ষোভে শামিল হলেন তৃণমূল কর্মীরা। রামপুরহাটে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ শতাব্দী রায়।

এদিনের প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। মিছিল শেষে সাংসদ শতাব্দী রায় জানান, ‘কেন্দ্রীয় সরকার মানুষকে বোকা বানাচ্ছে। দেশের মানুষের সঙ্গে দিনের-পর-দিন প্রতারণা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ করতে প্রধানমন্ত্রী ব্যস্ত। কিন্তু দেশের অভ্যন্তরে মূল্যবৃদ্ধির সাঁড়াশি আক্রমণে গরিব মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেদিকে কেন্দ্রের কোন নজর নেই। দেশের সমস্ত সম্পত্তি হয় বিক্রি করে দিচ্ছেন না হয় বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।’
আরও পড়ুনঃ করোনার থাবা পূর্ব মেদিনীপুরের নীলকুন্ঠায়
একই সঙ্গে তিনি জানান, ‘যেভাবে দেশে আর্থিক সংকট দেখা দিচ্ছে, তাতে আগামী কিছুদিনের মধ্যেই ভারতের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। সাধারণ মানুষের হাতে টাকা নেই। মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। পেট্রোল ডিজেল গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। কী করছে কেন্দ্রীয় সরকার। কোন হুঁশ নেই। তারা শুধু ক্ষমতা দখলের স্বপ্ন নিয়ে দৌড়চ্ছে।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে মালদহে এবার পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের
তবে মানুষ বিজেপির ভাওতাবাজি বুঝতে পেরেছে। লোকসভা নির্বাচনের সময় দেশের মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে ভোট আদায় করেছিল, সেই বোকা বানানোর মন্ত্র দিয়ে আর মানুষের মন জয় করা যাবে না। সেই কারণেই মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসছে। মানুষের হাতে যদি ন্যূনতম রোজগার ও কর্মসংস্থান না থাকে তাহলে প্রধানমন্ত্রীর গালভরা কথাতে চিঁড়ে ভিজবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584