তৃণমূলের বিরুদ্ধে বড়ঞা থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

0
130

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বড়ঞা থানা ঘেরাও করে তৃণমূল। অভিযোগ তাদের দলীয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু একই অভিযোগে অভিযুক্ত অপর দুই তৃনমূল কর্মীকে থানার ভিতর থেকেই ছেড়ে দেয় পুলিশ। হয় তাদের কর্মীকে ছেড়ে দিতে হবে না হয় অবিলম্বে অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এই দাবি নিয়ে শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখলো তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

থানা ঘেরাও। নিজস্ব চিত্র

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর রহমান সাহেব নামের এক তৃনমূল কর্মীর বিরুদ্ধে অপর দুই তৃনমূল কর্মীর সাথে বচসা ও মারধরের একটি লিখিত অভিযোগ জমা পড়ে বড়ঞা থানায় এবং আজ বড়ঞা থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে বড়ঞা ব্লকের অপর পক্ষের তৃণমূল কর্মী রহমান সাহেব নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব চিত্র

বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, গত ২৬ ডিসেম্বরের ওই ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকা দুই আসামীকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। কিন্তু আজ দুপুরে অভিযুক্ত দুই আসামী অপর পক্ষের ধৃত আসামীকে নিজেরাই ধরে নিয়ে গিয়ে থানায় পৌঁছে দেয় এবং পুলিশ একপক্ষের দুই আসামিকে ছেড়ে দেয় ও অপর পক্ষের আসামীকে গ্ৰেফতার করে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ কেন অভিযুক্ত দুই আসামীকে ছেড়ে দিয়ে একজন আসামীকে গ্রেফতার করেছে বিক্ষোভকারীদের দাবি। অপর পক্ষের দুই আসামী ব্লক তৃণমূলে ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাদের গ্ৰেফতার করছে না। যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় পক্ষের আসামী গ্রেফতার না হচ্ছে ততক্ষণ থানার সামনে বিক্ষোভ চালিয়ে যাবো বলে জানায় বড়ঞা ব্লক তৃনমূল বিরোধী ওই তৃনমূল কর্মীরা।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করে বড়ঞা ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম জানিয়েছেন, সিপিআইএম ও কংগ্রেসের কিছু অসৎ ব্যক্তি তৃণমূলের ঝান্ডা হাতে ধরে থানা ঘেরাও ও বিক্ষোভ করে এলাকায় অশান্তির সৃষ্টি করছে এবং পুলিশকে পুলিশের কাজ করতে বাধা সৃষ্টি করছে।ওরা কেউই তৃণমূল কংগ্রেসের সদস্য নয় এবং যে অভিযোগ করছে তা ভিত্তিহীন।

প্রায় এক ঘন্টা ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চলে তৃণমূল কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে। যদিও শেষে বড়ঞা থানার ওসির আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here