ধর্মঘটের বিরুদ্ধে তৃণমূলের মিছিল

0
60

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

TMC Rally against Strike
ধর্মঘট বিরোধী মিছিল।নিজস্ব চিত্র

বন্ধের মিশ্র প্রভাব ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গোপিবল্লভপুরে জুড়ে বন্ধের মিশ্র সাড়া পড়লো।অধিকাংশ দোকান পাট খোলা থাকলেও বেসরকারি বাস রাস্তায় কম দেখা মিলছে।সরকারি বাস গুলি যথারীতি চলছে। যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু ছোট গাড়ি রাস্তায় নেমেছে।তবে যাত্রী সংখ্যা নেই বললেই চলে।কম বেশি দোকানপাট সব খোলা আছে।গোপীবল্লভপুরে বামেদের ডাকা ১২ঘন্টার বনধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলো তৃনমূল। গোপীবল্লভপুরের ১নং প্রাক্তন সভাপতি সত্যরঞ্জন বারিকের নেতৃত্বে প্রায় ১২০ জন তৃনমূল সমর্থক গোপীবল্লভপুরের হাতিবাড়ী মোড় থেকে থানা চক পর্যন্ত মিছিল করে।সত্যরঞ্জন বারিক জানান আমরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইস্যুকে সমর্থন করছি।কিন্তু তা বলে ওদের এই পদ্ধতিগত দিকটাকে কোনও ভাবেই আমরা সমর্থন করছি না।ওরা উন্নয়ন স্তব্ধ করে দিয়ে চাইছে। যে বনধে মানুষের আর্থিক ক্ষতি হতে পারে আমরা তা কোনওমতেই চাই না।তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে।কিন্তু বনধ কোনওভাবেই সমর্থন করবে না।

আরও পড়ুনঃ পানীয় জলের জন্য হত্যে দিয়ে পড়ে থাকাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here