নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রেল বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জ স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল। দেশের ১৫১টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের ১৫টি দূরপাল্লার ট্রেন রয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রায়গঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ করা হয়।
উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, ব্লক সভাপতি মানস ঘোষ, প্রিয়তোষ মুখার্জি, পূর্ণেন্দু দে, গৌতম পাল, গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য নেতা-কর্মীরা। রায়গঞ্জ স্টেশন চত্বরের পাশে মুনলাইট ক্লাবের সামনে এই অবস্থান বিক্ষোভে শামিল হয়ে একে একে বক্তব্য রাখেন সব নেতারা।
আরও পড়ুনঃ লকডাউনের বাধা কাটিয়ে ১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানস ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রেলের প্রভূত উন্নতি করেছেন। কিন্তু এখন কেন্দ্রের বিজেপি সরকার রেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ১৫১টি ট্রেন ও ৫০ টি রেলের স্টেশন বেসরকারিকরণের ফলে প্রচুর মানুষ বেকার হবেন। রেলের টিকিটের দাম বাড়বে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন।’ এদিনের মঞ্চ থেকে রেল বেসরকারিকরণ না করার দাবি তুলে কেন্দ্রীয় সরকারকে এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584