ভাস্কর ঘোষ, কান্দি:-
খড়গ্রাম থানার নগর কোনানিয়া হাইমাদ্রাসার ভোটে সবকটি আসনেই জয়ী হয়েছে তৃনমূল কংগ্রেস। রবিবার ছিল ওই মাদ্রাসায় পরিচালন সমিতি নির্বাচনের দিন। ভোটের ফলাফল ঘোষণা হতে অনেক রাত হয়ে যায়।
তৃনমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, কোনানিয়া হাই মাদ্রাসায় মোট আসন ছ’টি। তৃনমূল সেখানে ছয়টি আসনেই প্রার্থী দেয়। সিপিএম, কংগ্রেস ও বিজেপি জোট করে প্রার্থী দেয়। কিন্তু, বিরোধীদের জোটকে পরাস্ত করে ছয়টি আসনেই জয়লাভ করে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নগর কোনানিয়া হাই মাদ্রাসায় পরিচালন সমিতি কংগ্রেসের হাতেই ছিল।
খড়গ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মফিদ উদ্দিন মন্ডল বলেন, নগর কোনানিয়া মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেস, সিপিএম ও বিজেপি জোট করে ছয়টি আসনে প্রার্থী দেয়। কিন্তু, ভোটের পর দেখা গেল তৃনমূল বিরোধীদের জোটকে উপযুক্ত জবাব দিয়েছে।ছ’টি আসনই তৃনমূল দখল করেছে। দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসার পরিচালন সমিতি কংগ্রেসের দখলেই ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584