নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে চালু টোল ফ্রি নাম্বার

0
93

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারে ব্যস্ত উভয় রাজনৈতিক দল। চলতি বিধানসভা নির্বাচনে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা হল টোল ফ্রি নম্বর।

election officer | newsfront.co
পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক ৷ নিজস্ব চিত্র

সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক বিভূ গোয়েল। নির্বাচন সংক্রান্ত কোনো রকম গন্ডগোল হলে ১৯৫০ এই নম্বরে ফোন করে জানানো যাবে। এরপরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

meeting | newsfront.co
বৈঠক ৷ নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে এই প্রথম নির্বাচনের কথা মাথায় রেখে জেলায় বেশকিছু বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি মহিলা ভোটারদের জন্য মহিলা বুথ করা হয়েছে জেলায়।

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে দুটি গণনা কেন্দ্র, কারচুপি হতে পারে অভিযোগ বিরোধীদের

মূলত বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার ছবি থেকে শুরু করে প্রাণহানির ঘটনা, এবার সেইসব ঘটনাগুলি এই নির্বাচনে যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। আর এই উদ্যোগের ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here