রোহিতের দৌলতে দুটো বিয়ের সম্বন্ধ টোটার কাছে

0
302

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেন তাঁর আগমনের প্রথম দিন থেকেই মহিলা দর্শকের ক্রাশ হয়ে উঠেছেন। রোহিতের ব্যক্তিত্ব, ক্ষমতা, প্রেমিকমনে কাবু মহিলামহল। আর তার জেরেই তারা চায় শ্রীময়ীর সঙ্গে রোহিতের বিয়েটা হোক। কিন্তু লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় একজন তিন ছেলেমেয়ের মা সন্তানদের ফেলে এই বয়সে এসে অন্য পুরুষের হাত ধরবে তা সমর্থন করেন না।

rohit and sreemoyee | newsfront.co

তবে, পরে যে তেমন কিছু তিনি লিখবেন না তারও গ্যারান্টি দিতে পারছেন না তিনি। এমন কথাই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে বলেন লীনা গঙ্গোপাধ্যায়। এহেন ভারি কথার মধ্যে যে মজার কথাটি লুকিয়ে আছে তা হল রোহিত চরিত্রে অভিনয় করার পর দুটো বিয়ের সম্বন্ধ এসেছে টোটার কাছে। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে নিজেই সেই কথা জানান। বলেন- “যখন সম্বন্ধ আসার কথা তখন আসেনি। এখন এই বয়সে বিয়ের অফার। ভাবা যায়!”

tota raychowdhury | newsfront.co

অভিনেতার কাছে জানতে চাই, মহিলারা প্রথম দিন থেকে রোহিত থুড়ি আপনার প্রতি ক্রাশ খেয়ে আছে। তাদের মিলিত চাহিদা- “আমার একটা রোহিত সেন চাই।” এই ব্যাপারে আপনি কী বলবেন? টোটা হাসলেন আর বললেন- “ওই যে বললাম, এই বয়সে এসে বিয়ের সম্বন্ধ পাচ্ছি। আর কিছু বলার নেই।”

rohit uncle | newsfront.co

টোটার কথা শেষ হতে না হতেই ইন্দ্রাণীর বক্তব্য- “আমি লীনা দি’র কাছে বায়না করেছি, আমার একটা রোহিত সেন চাই।” সবমিলিয়ে ‘শ্রীময়ী’ জমে জমজমাট। পার করল ৬০০ টি পর্ব। ৬০০ পর্ব পেরিয়ে আজও জনপ্রিয়তায় অটুট এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ মানুষের পাশে ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা

‘শ্রীময়ী’ দেখার সময় নাকি কথা বলেন না, টোটার মা, স্ত্রী এবং শাশুড়ি। সুদীপ মুখার্জির স্ত্রী’ও মিস করেন না একটি পর্বও। একইভাবে ইন্দ্রাণী হালদারের মা নাকি সন্ধে ৭ টা থেকে সাড়ে ৭ টা কেউ কথা বললে রেগে যান। ফোন আসলেও ধরেন না সহজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here