নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনাকে ‘জয়’ করে ঘরে ফিরলেন রায়গঞ্জ শহরের ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা, টোটো চালক। লকডাউন চলাকালীন সময়ে পুরসভার পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করে বেশকিছু সাধারণ মানুষদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল তার।
তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মমাফিক চিকিৎসা করার পর লালারসের নমুনার রেজাল্ট নেগেটিভ এলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাকে দক্ষিণ বীরনগরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুনঃ মৃত্যুহার কমাতে এবার প্রতিটি কোভিড হাসপাতালে বিশেষ টিম গঠনের নির্দেশ রাজ্যের
সেখানেই পুরসভার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশিষ্ঠরা। আপাতত ওই টোটো চালককে আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584