ডায়মন্ড হারবার পিকনিক স্পটে মজেছেন ভ্রমণপিপাসুরা

0
347

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগনাঃ

শীতের হিমের পরশ ভালোভাবে উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন ডায়মন্ড হারবার পিট‌নিক স্পট কেল্লার মা‌ঠে। কেল্লার পাশে পিকনিক স্পট মা‌নেই হুগলী নদী, পর্তূগিজদের ইঁটের হাড় বের করা কেল্লার স্তূপ আর রয়েছে শিউলি চাষিদের মনের মতো কিছু সুন্দর দৃশ্য।

tourist visit to diamond harbour | newsfront.co
রান্না হচ্ছে। নিজস্ব চিত্র

এগুলো ছাড়াও এবার পর্যটকদের আর্কষণ বাড়াতে ডায়মন্ড হারবার পুরসভার সঙ্গে ডায়মন্ড হারবার মহকুমাশাসক অভিনবত্ব এনেছে পিকনিক স্পটে । ডিসেম্বরের শেষ সপ্তাহে দূর-দূরান্তের বহু মানুষ ভিড় জমিয়েছে কেল্লার পাশে।

tourist visit to diamond harbour | newsfront.co
শীতের আমেজে ব্যাডমিন্টন প্র‍্যাকটিশ। নিজস্ব চিত্র
tourist visit to diamond harbour | newsfront.co
ছোট টেন্টের ব্যবস্থা। নিজস্ব চিত্র

এ বছর তাই দূর-দূরান্তের পর্যটকদের কথা মাথায় রেখেই সেখানে তৈরি করা হয়েছে রঙ-বেরঙের বিভিন্ন টেন্ট। প্রায় ১০০ জন পর্যটক ভালোভাবে থাকতে পারবেন এখানে।

tourist | newsfront.co
দিশা রায়, গড়িয়ার বাসিন্দা। নিজস্ব চিত্র
tourist visit to diamond harbour | newsfront.co
খুদেদের বিনোদন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এনপিআর-এর প্রাথমিক খসড়া তালিকা তৈরির আনুমানিক খরচ ৮,৫০০ কোটি

আর এর জন্য মূল্য ধার্য করা হয়েছে হাজার টাকা। এই পর্যটকদেরকে কেন্দ্র করেই বসেছে মেলা। মেলা ঘিরে পর্যটকদের নিয়ে উৎসব মুখর হয়েছে ডায়মন্ড হারবারবাসী। প্রশাসনিক নিরাপত্তা থাকছে জোরকদমে।

এছাড়াও শিশুদের আনন্দের জন্য রয়েছে নাগরদোলা। পাশাপাশি ভোজনবিলাসীদের জন্য রয়েছে গরম তেলে ভাজা। শীতের আমেজ গায়ে মেখেই এই আনন্দকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দূরদূরান্তের পর্যটকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here