পিস্তলের আঘাতে আহত ব্যবসায়ী,ধৃত ছিনতাইকারী

0
139

মোহনা বিশ্বাস, হুগলীঃ

পোলবা থানার অন্তর্গত সুগন্ধ্যার গোটু বাজারে এক ব্যবসায়ীকে পিস্তল দিয়ে মেরে মাথা ফাটিয়ে ছিনতাই করার ঘটনায় ধৃত ২।

Trader injured by pistol
উদ্ধার হওয়া পিস্তল। নিজস্ব চিত্র

ঘটনায় কবিল দাস ওরফে টুটুল ও শ্যামল পাত্র নামে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ছুড়ি উদ্ধার করে পুলিশ।

Trader injured by pistol
ধৃত। নিজস্ব চিত্র

বুধবার ভোর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে সুগন্ধ্যার সোনাদার মাঠের কাছে জড়ো হয় এই দুই দুষ্কৃতি। এদিন সকালে ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লা গোটু বাজারে সব্জি কিনতে এলে তার গাড়ি আটকায় দুষ্কৃতিরা।

Trader injured by pistol
মহিউদ্দিন মোল্লা,আক্রান্ত ব্যবসায়ী। নিজস্ব চিত্র

এরপর মহিউদ্দিন বাবুর কাছ থেকে টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাঁধা দিতে গেলে পিস্তলের বাঁট দিয়ে মেরে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেয় তারা।

Trader injured by pistol
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এই ঘটনা চলাকালীন রাস্তায় অন্য গাড়ি এসে পড়ায় ব্যবসায়ীর মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। বিষয়টি পোলবা থানায় জানান ওই ব্যবসায়ী। এরপরই কবিল ও শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন গোটুবাজারের স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here