সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ শিবির প্রশাসনের উদ্যোগে

0
96

সুদীপ পাল,বর্ধমানঃ

Training camp for civil service exam | newsfront.co
নিজস্ব চিত্র

মেধা আছে অথচ দুঃস্থ। টাকার অভাবে কোচিং করার সামর্থ্য নেই। এই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়াল দুর্গাপুর প্রশাসন। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিনামূল্যে পড়ুয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

Training camp for civil service exam | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি। জেলার সমস্ত সিভিল সার্ভেন্টরা ও প্রশিক্ষিত শিক্ষকেরা পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে।

Training camp for civil service exam | newsfront.co
ছবিঃ প্রতীকী

কিন্তু কিভাবে এই শিবিরে অংশগ্রহণের সুযোগ মিলবে? এর উত্তরে জানা যায়, অফিসের নির্দিষ্ট ওয়েবসাইটে সমস্ত বর্ণনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে ফর্ম ফিলাপ ও বায়োডাটা পূরণ করতে হবে। তারপর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে কোন কোন শিক্ষার্থী এই প্রকল্পে পড়াশোনার সুযোগ পাবেন। দুর্গাপুর প্রশাসনের উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন দুর্গাপুরের বাসিন্দারা।

আরও পড়ুনঃ জল অপচয় রুখতে সচেতনতা প্রচার

তাঁরা বলছেন, এর আগেও প্রশাসনের উদ্যোগে এই ধরনের কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। ক্যাম্প আবার শুরু হওয়ায় পড়ুয়া মহলেও খুশির হাওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here