পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভোট আসে ভোট যায় তবুও মানুষ বলে মনে করা হয় না এদের।মানুষের মতো বেঁচে থাকার অধিকার চান এরা।সমাজ এখনো স্বীকৃতি দেয়নি,মেনে নেয়নি৷আর পাঁচ জন মানুষ যেমন বেঁচে থাকেন সমাজে তারাও সেই ভাবেই সমাজে বেঁচে থাকতে চান।তাই এবার লোকসভা ভোটের আগে নিজেদের সরকারি সুযোগ সুবিধার দাবিতে সরব হয়ে উঠেছেন রূপান্তরকামীরা।
চাকরির ক্ষেত্রে সংরক্ষণের দাবি জানালেন উত্তর দিনাজপুর জেলার রূপান্তরকামী মানুষরা।তাদের দাবি আর পাঁচ জন মানুষ যেমন করে সরকারি ভাবে সুযোগ সুবিধা গুলো পায় তেমনই যাতে তারাও সুযোগগুলো পায়,সরকারি ভাবে সেই জন্য সরকারকে নিশ্চিত করতে হবে।এছাড়া তারা দাবি করেন আর পাঁচজনের থেকে তারা একদম ভিন্ন রকমের মানুষ যেহেতু তাই তাদের চাকরি ক্ষেত্র ছাড়াও বিভিন্ন হাসপাতালে ও বিভিন্ন জায়গায় তাদের জন্য আলাদা ভাবে সংরক্ষন করা হোক তাহলেই এই রূপান্তরকামী মানুষরা ভালো থাকবে।শুধুমাত্র ভোটের সময় তাদের কাছে বিভিন্ন নেতারা এসে ভোট চায় কিন্তু তাদের দাবি নিয়ে কেউ সরব হয় না।তাই তাদের মনে হয় ভোটটা শুধুমাত্র ভোট দেওয়া ছাড়া আর কিছুই নয়। রূপান্তরকামী মানুষরা আরও বলেন তাদেরও রুটি-রুজি করে খেতে হয় তাই ভোটের সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কেউ আর পাঁচজনের মতো ভোট দিতে হলে তাদের পক্ষে অসুবিধা হয়ে পড়ে রুটি রুজির ক্ষেত্রে ।
আরও পড়ুনঃ রূপান্তরকামী হওয়ার অপরাধে নিজের বাড়িতেই মদ্যপ প্রতিবেশীর দ্বারা নিগৃহীত শিক্ষক
তাই তাদের জন্য ভোটের সময় আলাদা লাইন এর ব্যবস্থা করা হোক বলে তারা দাবি করেন।উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলায় এমন রূপান্তরকামী মানুষের সংখ্যা ৮৯ জন রয়েছে যারা এবার ভোটে অংশ নেবে ভোট দেওয়ার ক্ষেত্রে।এখন এদের নিয়ে সত্যি কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584