নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সমাজে অবহেলিত, বঞ্চিতদের দলে থাকেন রূপান্তরকামীরা। তাঁদের দিকে বাঁকা চোখে তাকায় এই সমাজ। একুশ দশকেও সমাজ তাঁদের মেনে নিতে পারে না।
কিন্তু এই সমস্ত সামাজিক ছুঁৎমার্গকে তোয়াক্কা না করেই দেশের মধ্যে প্রথম একজন রূপান্তরকামী মহিলাকে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ করল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ উত্তর প্রদেশে কংগ্রেস, ভীম আর্মি পার্টির কর্মীদের বিরুদ্ধে এফআইআর
২৮ অক্টোবর বিহারে প্রথম দফার নির্বাচন। সেদিনই নির্বাচনের দায়িত্ব নিতে দেখা যাবে রূপান্তরকামী মহিলা মণিকা দাসকে। পড়াশোনায় কৃতি মণিকা। বয়স ৩২।
আরও পড়ুনঃ হাথরাস কাণ্ড নিয়ে এবার সরব রাষ্ট্রসংঘ, পাল্টা প্রতিক্রিয়া ভারতেরও
পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে আইনে স্নাতক মণিকা ২০১৫ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করছেন। মণিকার এর আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রিয়া সরকার নামে একজন রূপান্তরকামী পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584