পরিবহণ মন্ত্রীর তত্ত্বাবধানে ভগবানপুর গির্জার ক্ষতিপূরণ দান

0
28

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

২৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিবপুর গ্রামে গির্জার নতুন ভবন উদ্বোধন এবং প্রার্থনা অনুষ্ঠান চলাকালীন কিছু দুষ্কৃতী হামলা চালায়। ভাঙচুর করা হয় আসবাবপত্র জানালা-দরজা থেকে শুরু করে পাখা, মাইক সেট।

suvendu adhikari | newsfront.co
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

সূত্রের খবর, হামলা চালানোর সময় দুষ্কৃতীরা মুখে ‘জয় শ্রী রাম’ উচ্চারণ করে। যদিও এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ কেরল বিধানসভায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ

মঙ্গলবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। এ দিন মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা চার্চ কর্তৃপক্ষের হাতে ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়া হয়। তার পাশাপাশি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন পরিবহনমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ রাজ্যে এসব চলবে না। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে দোষীদের অবিলম্বে শাস্তি পেতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here