নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চা বাগানে পোকার উপদ্রব বেড়ে যাওয়াতে সমস্যায় পড়েছেন ক্ষুদ্র চা চাষীরা। যদিও চোপড়া ব্লকের ক্ষুদ্র চা চাষীদের অভিযোগ, সম্প্রতি লাল মাকড়সা ও বিভিন্ন পোকার উপদ্রবে তাঁরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তার উপর লকডাউনের জেরে কাঁচা পাতা বিক্রির ক্ষেত্রেও লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। সে কারণেই ক্ষুদ্র চা চাষীরা কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন।
এরই মাঝে লাল মাকড়শা ও থিপসের উপদ্রব শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে। তার উপর আবার অনেকেই টাকার অভাবে বাগান পরিচর্চা করার পাশাপাশি, নিয়ম করে কীটনাশকও ছড়াতে পারছেন না। যার ফলে পোকার হানা ক্রমেই বেড়ে চলেছে চা বাগিচায়। এর পাশাপাশি লকডাউনে বটলিফ কারখানা বন্ধ থাকায়, ইতিমধ্যেই এক রাউন্ডের কাঁচা পাতা ফেলে দিতে হয়েছে।
আরও পড়ুনঃ কংগ্রেস কর্মীকে গুলিবিদ্ধ করে খুনের চেষ্টা, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
যদিও চোপড়া স্মল টি প্লান্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ভৌমিক জানিয়েছেন, এই সময় প্রতি বছর এলাকার চা বাগান গুলোতে লাল মাকড়সার উপদ্রব হয়। কিন্তু, এবার যেহেতু লকডাউন চলছে, সে জন্য অনেকেই পরিচর্যার কাজ বন্ধ রেখেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584