দিদিকে বলো তে ফোন করে মিললো চিকিৎসার সাহায্য

0
58

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

দিদিকে বলো কর্মসূচীতে ফোন করে চিকিৎসা খরচ বাবদ এক লক্ষ টাকা সাহায্য পেয়ে সেই অর্থ দিয়ে চিকিৎসা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা শশাঙ্ক মজুমদারের। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে এই টাকা মঞ্জুর করা হয়েছে।

didi ke bolo | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ শহরের তালতলার বাসিন্দা পেশায় বিমা এজেন্ট শশাঙ্ক মজুমদার জটিল স্নায়ু রোগের শিকার হয়ে চিকিৎসাধীন কলকাতায়। অসুস্থ পিতার চিকিৎসা খরচ যোগাতে হিমশিম শশাঙ্ক বাবুর কন্যা সঞ্চারী মজুমদারের।

Sanchari Majumdar | newsfront.co
সঞ্চারী মজুমদার, শশাঙ্ক মজুমদারের মেয়ে। নিজস্ব চিত্র

কিছুদিন আগে সঞ্চারী পিতার চিকিৎসার জন্য কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পালের শরণাপন্ন হন। কলকাতায় ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসাধীন শশাঙ্ক মজুমদারের চিকিৎসা খরচের সংস্হানের বিষয়টি নিয়ে তৃনমূলের দিদিকে বলো কর্মসূচীতে ফোন করার পরামর্শ দেন পুরপ্রধান। সেই পরামর্শ মতো সঞ্চারী দিদিকে বলোতে ফোন করে অসুস্থ পিতার চিকিৎসা খরচের বিষয়টি জানায়।

Kartik chandra Pal | newsfront.co
কার্তিক চন্দ্র পাল, পুরপ্রধান। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সমাজে মহিলাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নজির গড়লেন ‘প্রতিভা’

দিদিকে বলো’র মাধ্যমে তা জানার পর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা মঞ্জুর করেছে শশাঙ্ক মজুমদারের চিকিৎসার জন্য। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে কলকাতার ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের সুপারের অ্যাকাউন্টে।

সিএমও থেকে চিকিৎসা খরচ বাবদ এক লক্ষ টাকা মঞ্জুরের একথা চিঠি দিয়ে জানানো হয়েছে সঞ্চারী মজুমদারকে। এই চিঠি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস কালিয়াগঞ্জের মজুমদার পরিবারের।

দিদিকে বলোতে ফোন করে চিকিৎসার খরচ বাবদ কালিয়াগঞ্জের শশাঙ্ক মজুমদারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে এক লক্ষ টাকা মঞ্জুরের কথা জানিয়েছেন পুরপ্রধান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here