হাতছাড়া ইউনিয়নের দখল নিল তৃণমূল

0
54

সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পালিতপুর এলাকায় ৮টি কারখানার শ্রমিক সংগঠন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল লোকসভা নির্বাচনের পর।

Trinamool occupied the union
প্রতীকী ছবি

কিন্তু ফের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দখল নিল। জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুর নেতৃত্বে এই দখল সম্ভব হয়েছে বলে জানা যায়।

লোকসভা নির্বাচনের পর থেকেই গায়ের জোরে বিজেপি এই সমস্ত কারখানায় তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা লাগিয়েছিল বলে অভিযোগ ইফতিয়ারবাবুর। বিজেপির এই কর্মকাণ্ডে এলাকার তৃণমূল শ্রমিকরা চুপ করে ছিলেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ কোচবিহারে টিএমসিপি-র কর্মীসভা

এদিন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস প্রমুখরা উপস্থিত ছিলেন। দেওয়ানদিঘি থানার পালিতপুর শিল্পতালুক এলাকায় পরপর ৮টি কারখানায় গিয়ে বিজেপির পতাকা নামিয়ে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা লাগিয়ে দেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here