বড় চমক আরব দেশের! প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল তিউনিশিয়া

0
69

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

নাজলা বাউদেন রমধান…..উত্তর আফ্রিকার তিউনিশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথন কোন আরব দেশ পেল মহিলা প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট কাইস সইদ দায়িত্ব নেওয়ার দু মাসের মাথায় তিনি আগের প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে বরখাস্ত করে সেই দায়িত্ব তুলে দেন নাজলা বাউদেন রমধানের হাতে। তিউনিশিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী উপহার দিয়ে মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশের মহিলাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Najla Bouden Romdhane
সৌজন্যেঃ রয়টার্স

প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিউনিশিয়াবাসীরাও। যদিও রাজনীতির ময়দানে সেই অর্থে পরিচিত মুখ নন রমধান। ৬৩ বছর বয়সি রমধান ছিলেন ‘ন্যাশনাল স্কুল অব ইঞ্জিনিয়ারস’-এ জিয়োলজির অধ্যাপিকা। পরবর্তী কালে উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা মন্ত্রকে ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে বহু প্রকল্পে কাজ করেছেন।

এই গুরুত্বপূর্ণ পদ সামলালেও সরাসরি কোনও মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন না। তা ছাড়া রাজনীতিতেও কোনও অভিজ্ঞতা নেই রমধানের। ফলে অনেকেরই প্রশ্ন, কী ভাবে প্রশাসনিক দায়িত্ব সামলাবেন তিনি! প্রাক্তন প্রধানমন্ত্রী যে স্বাধীনতা নিয়ে কাজ করতেন, রমধান তা পাবেন না বলেও ধারণা অনেকের। তাঁদের আশঙ্কা, রমধানের মন্ত্রিসভা আসলে কাইসের ‘পুতুল-সরকার-এ পরিণত হবে।

আরও পড়ুনঃ ফের কংগ্রেসে মাথা চাড়া দিল সাংগঠনিক সংস্কারের দাবি, সোনিয়াকে চিঠি আজাদের

রাজনীতি বিশেষজ্ঞ স্লাহেডিন জৌরচি যেমন বলছেন, ‘‘যদি রমধানের বায়োডেটা দেখেন, উনি অধ্যাপিকা। এ রকম স্পর্শকাতর পদে কাজ করার অভিজ্ঞতা ওঁর নেই। আমি জানি না, উনি কীভাবে এরকম জটিল পরিস্থিতি সামলাবেন।’’ পার্লামেন্টের সদস্যরা বলছেন, এই নিয়োগ বেআইনি। তাঁদের বক্তব্য, সাংসদ-দের সায় ছাড়া প্রধানমন্ত্রী নিয়োগ করা হল কিভাবে!

আরও পড়ুনঃ নিষিদ্ধ টু ফিঙ্গার টেস্ট করানোর অভিযোগ সেনাবাহিনীর চিকিৎসকের বিরুদ্ধে, নিন্দা জাতীয় মহিলা কমিশনের

তবে দেশবাসীর একাংশ আশাবাদী। তাঁদের কথায়, ‘‘এবার এক মহিলা সংসারের হাল ধরছেন। অবিলম্বে সঞ্চয় শুরু করবেন। দেউলিয়া ব্যাঙ্ক, ধুঁকতে থাকা অর্থনীতি, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, ভগ্ন চিকিৎসা ব্যবস্থায় এ বার হয়তো বদল আসবে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here