ভাস্কর ঘোষ, কান্দি , ২১ নভেম্বর :
রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে ২০ জন জখম হয়েছে। সোমবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি গ্রামের মোকাম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে দু’জন শিশু ও ছ’জন মহিলাও রয়েছে। তাদের প্রত্যেককে প্রথমে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে রান্না করার জন্য রান্নাঘরে যান রুমাই খাঁ- এর মা। কোনও কারণবশত গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে গ্যাস বেরোতে থাকে। সেই সময় ওভেনে লাইটার দিয়ে ফায়ারিং করা মাত্রই রান্না ঘরে আগুন লেগে যায় । তিনি রান্না ঘরে থেকে বাইরে বেরিয়ে এসে আগুন আগুন করে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে প্রতিবেশীরা ছুটে আসেন। আর ঠিক সেই সময় গ্যাসের সিলিন্ডার ফেটে গেলে দুটি শিশু, ছয়জন মহিলা সহ কুড়ি জন জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কিছুক্ষন পরে সেখানের চিকিৎসকেরা তাদের প্রত্যেককে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।
স্থানীয় বাসিন্দা ফতেমা বলেন, নিজের বাড়িতে বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম। হঠাৎ রুমাই শেখের বাড়ি থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি তাদের বাড়িতে আগুন লেগেছে। স্থানীয়রা সকলে আগুন নেভাতে গেলে গ্যাসের সিলিন্ডারটি ফেটে গিয়ে কুড়ি জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বড়ঞা থানার পুলিশ বলেন, গ্যাস সিলিন্ডার ফেটে কয়েক জন আহত হয়েছে।তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584