তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের দুই দরিদ্র ঘরের ছেলে সনত ও রিপন এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারন সাফল্য পাওয়ায় খুশির হাওয়া বইছে এলাকায়।এবারের মাধ্যমিক পরীক্ষায় ১০ জনের মেধা তালিকায় মোট ৫১জন ছাত্র ছাত্রীরা এলেও ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের সনত ও রিপন তাদের চেয়ে কোন অংশেই কম বলা যায়না।ডালিমগাও বিদ্যালয়ের ছাত্র সনত চৌধরী।তার প্রাপ্ত নম্বর বাংলা-৯৩,ইংরেজি-৯০,অঙ্ক–৯৯,ফিজিক্যাল সায়েন্স-৯০, লাইফ সায়েন্স-৯৮,ইতিহাস–৯২ ও ভূগোলে পায়-৯৪।সনত মোট নম্বর -৬৫২।
অপর দিকে রিপন দাসের প্রাপ্ত নম্বর থেকে জানা যায় সে বাংলায়-৮৭,ইংরেজি-৮২,অঙ্ক-৯৭,ফিজিক্যাল সায়েন্স-৯০,লাইফ সায়েন্স-৯৪,ইতিহাস-৮৫ ও ভুগলে-৯১ নম্বর পায়।ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক এক সাক্ষাৎকারে বলেন তার বিদ্যালয়ের দুই ছাত্র সনত চৌধুরী ও রিপন দাসের মাধ্যমিক পরীক্ষায় অসাধারন সাফল্যে তিনি ব্যক্তিগত ও একজন প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত গর্ববোধ করছেন।তিনি জানান, “আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের আগে থেকেই একটা ধারণা ছিল বিদ্যালয়ের এই দুই ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে।তা সত্যি সত্যি প্রমাণিত হলো।”
আরও পড়ুনঃ বিজ্ঞান বিভাগ পচ্ছন্দ জয়েসের
ধনীপুকুরের বাসিন্দা সনতের বাবা ও মা মলয় চৌধুরী ও অনিমা চৌধুরী বলেন তার ছেলে প্রথম থেকেই পড়াশোনা ছাড়া কিছু বোঝেনা।তার ছেলের এই সাফল্যের পেছনে ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবদান অস্বীকার করা যাবেনা।ডালিমগাওয়ের পূর্ব রামপুরের বাসিন্দা রিপনের বাবা সত্যেন দাস বলেন তার ছেলের মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়ায় তিনি এবং তার স্ত্রী অনিমা দাস ভীষন খুশি হয়েছেন।রিপন কে যে সমস্ত শিক্ষকরা সবসময় সাহায্য করেছে তাদেরকে অভিনন্দনও জানান।
ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কিস্কু এক প্রশ্নের উত্তরে বলেন,এবার তাদের বিদ্যালয় থেকে মোট ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।৩জন পরীক্ষায় অনুপস্থিত ছিল এবং ২জন ফেল করেছে।যদিও সর্বপরি স্কুলের জোড়া ছাত্রের এমন রেসাল্ট এ উচ্ছসিত সবাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584