নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আতঙ্কের জেরে দুই ব্যক্তিকে টানা ১৪ দিন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যবেক্ষনে রাখার পর তাদের গতকাল ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, করোনা আক্রান্ত এক মার্কিন নাগরিকের সঙ্গে একই বিমানে থাকায় এক ব্যক্তিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যবেক্ষনে রেখেছিল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর।
ওই ব্যক্তি তার এক বন্ধুর সঙ্গে হোটেলে ছিলেন। সতর্কতার জেরে তাকেও আলাদা করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যবেক্ষনে রেখেছিল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর।
দুইজন নিজে থেকে হাসপাতালে এসে রিপোর্ট করায়, তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছিল। কিন্তু কারও শরীরেই করোনার কোন উপসর্গ না মেলায় তাদের সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামে গ্রামে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের
অন্যদিকে এদিনই বিকেলে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের পাশেই মাতৃসদনে করোনা নিয়ে একটি জরুরী বৈঠক করা হয়।
এই বৈঠকে জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ী সমিতি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে করোনা সতর্কতা কিভাবে অবলম্বন করা যায় এবং কি কি করনীয় তা বিস্তারিত ব্যাখ্যা করেন স্বাস্থ্য আধিকারিকরা।
এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন শর্মা বলেন, “ দুজনের শরীরেই করোনার কোন উপসর্গ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৪ দিন পর্যবেক্ষনে রাখার পরই তাদের ছেড়ে দেওয়া হয়। অযথা আতঙ্কের কোন কারন নেই।” উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় এখনও পর্যন্ত কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584