নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে একাধিক লোক।
সূত্রের খবর, মৃতদের নাম যথাক্রমে, নন্দলাল সিং ছেত্রী(৫৬) ও প্রবীণ মিশ্র(৩৬)। জানা গেছে, দুজনেরই বাড়ি ফালাকাটায়। এর মধ্যে নন্দলাল বাবুর বাড়ি জটেশ্বর কালীমন্দির পাওয়ার হাউসের কাছে। তিনি প্রয়াত হরনারায়ণ সিং ছেত্রীর সন্তান। অন্যদিকে প্রবীণ মিশ্রর বাড়ি খালিশামারি বাগানবাড়িতে। তাঁর বাবা প্রয়াত বেদানন্দ মিশ্র।
আরও পড়ুনঃ বাগডোগরায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত পাঁচ দুষ্কৃতী
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে এশিয়ান হাইওয়ের দলগাঁও এলাকায়।দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ে। খবর পেয়ে ফালাকাটা ও বীরপাড়া থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়।
ঘটনাস্থলে ফালকাটার দমকলের একটি ইঞ্জিনও ছুটে আসে।ও ই পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, আহতদের চিকিৎসা চলছে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584